দেলোয়ার হোসাইন টিসু,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ তানজিমারখোলা এলাকা থেকে ৩ আর্মড পুলিশ সদস্যকে ১হাজার ৯৫৪ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নিজ কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ৮-এপিবিএনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৯শত ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ৮-এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরাম (৩৮) পিতা- ফয়েজুল্লাহ কে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকা সহ তাদের আটক করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ২২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০ টার দিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
+ There are no comments
Add yours