দেলোয়ার হোসাইন টিসু | উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উক্ত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ।
শুক্রবার (২৩ এপ্রিল) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়ায় ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেন, করোনা সংক্রামক ভাইরাস জনিত কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া পরিবারের কে সহায়তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। কক্সবাজারে ১০ কোটি টাকা অসচ্ছল ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগেই এসব উপহার সামগ্রী ও নগদ সহায়তা অর্থ প্রকৃত কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আমরা জেলায় বিতরণ শুরু করেছি। পর্যাক্রমে প্রতিটি উপজেলায় এ ধরনের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ জানান , করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল ডাল তেল সহ ১৩ প্রকারের পণ্য সামগ্রী রয়েছে। তিনি আরো বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উখিয়ায় ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহাসান খান, জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এছারাও উখিয়া উপজেলা সিপিপি টিম উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন।
+ There are no comments
Add yours