হাটহাজারী চট্টগ্রাম: চট্টগ্রামে হাটহাজারী উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সও পক্ষ থেকে পৌরসদরস্ত বিভিন্ন শপিং মল কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে মানুষের মাস্ক বিতরণ করেন।
বুধবার( ২৯জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন করোনা ভাইরাস সম্পর্কে মানুষে সচেতন করেন এবং যারা মাস্ক ব্যবহার করেন নি তাদের মাঝে নিজ হাতে মাস্ক বিতরণ ও সতর্ক করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনে শারিরীক দুরত্ব ও সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা বেচা করার আহবান জানিয়েছি। যারা মাস্কবিহীন ছিল তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এবং তাদের সর্তক করা হয়েছে। পরবর্তী বাজার/রাস্তাঘাটে চলাফেরা করার সময় যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
এই সময় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো:ইমতিয়াজ হোসাইন,মডেল থানা পুলিশ ও গনমাধ্যমকর্মী ।
+ There are no comments
Add yours