মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক খবর ডেস্ক :

মহামারী করোনা ভাইরাস ভারতে ভয়াবহ হয়ে ওঠেছে। প্রতিদিন দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এর মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সম্প্রতি আগ্রার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, করোনায় আক্রান্ত স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত স্বামীর শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে অটোতে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন আগ্রার বাসিন্দা রেনু সিঙ্ঘল। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন তিনি। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেনুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিঙ্ঘল। শেষ মুহূর্ত পর্যন্ত রেনুর এই মরিয়া প্রচেষ্টাই আপাতত ভাইরাল।

এই ঘটনায় ফের ফুটে উঠছে ভারতে কোভিড রোগীদের করুণ দশার ছবি।হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে

হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে।

পুলিশ জানায়, উত্তরপ্রদেশের আবাস বিকাশ সেক্টর ৭-এর বাসিন্দা রবি সিঙ্ঘলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিলেন রেনু। অটোতে করে তড়িঘড়ি পৌঁছাতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে। স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে এর পর অটোর মধ্যেই তাকে কৃত্রিম উপায় বাঁচানোর চেষ্টা শুরু করেন রেনু। তবে রবিকে বাঁচাতে পারেননি তিনি। ঘটনার পর রীতিমতো বিহ্বল রেনুর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিহ্বল রেনুর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিহ্বল রেনুর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন হৃদয় বিদারক ঘটনায় দিল্লি, আগ্রাসহ ভারতের অসংখ্য হাসপাতালে কোভিড রোগীদের ভয়াবহ দৃশ্যের কথা নেটবাসীকে মনে করিয়ে দিচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে হাসপাতালগুলোতে।

অপ্রতুল হয়ে পড়েছে কোভিড রোগীদের বেড। এমন পরিস্থিতিতে দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours