আবুবকর ছিদ্দিক | বান্দরবান
বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২৫৮ রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট, জলপাই রঙের পোশাকসহ নানা সরঞ্জাম।
বুধবার ভোর ৫টার দিকে নোয়াপতং পাহাড়ি এলাকার একটি জুম ঘরের আস্তানায় এ অভিযান চালায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আক্তারু সামাদ রাফি জানিয়েছেন, নোয়াপতং পাহাড়ি এলাকায় জুম্ম লিবারেশন আর্মির সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১টার দিকে অভিযানে নামে।
পরে ভোর পাঁচটার দিকে সন্ত্রাসীরা টের পেলে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা তাদের সরঞ্জাম রেখে পাহাড়ে গা-ঢাকা দেয়।
পরে ওই আস্তানা থেকে সেনাবাহিনীর সদস্যরা একটি ৯ এম এম বিদেশি পিস্তল, এ কে ৪৭ ও পিস্তলের ২টি ম্যাগজিন, ২৫৮ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন, নগদ ৩৩ হাজার টাকা, জলপাই রঙের পোশাক, ধারালো অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি সরঞ্জাম বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।
+ There are no comments
Add yours