ভারতে কোভিড সঙ্কট: অক্সিজেন কনসেনট্রেটর কিনতে এগিয়ে এলেন সচিন

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক:

ভারতে কোভিড সঙ্কটে দেশবাসীর পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। অক্সিজেন কনসেনট্রেটর কিনতে এক কোটি টাকা দান করলেন তিনি। সম্প্রতি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। ২১ দিনের আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েছেন তিনি।

ভারতে করোনা চিত্র বলছে, বুধবার নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৭৯,২৫৭ জন। কোভিড রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। চ্যালেঞ্জের মুখে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের জন্য সচিনের এমন উদ্যোগ আশীর্বাদের মত। ‘মিশন অক্সিজেন’ নামের একটি তহবিলে দান করেন মাস্টার ব্লাস্টার। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপদের সময় সচিনের এই প্রচেষ্টায় কোভিড রোগীরা উপকৃত হবেন।

টুইটারে এ প্রসঙ্গে সচিন লিখেছেন, ”করোনার দ্বিতায় ঢেউ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক চাপের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই সময় কোভিড রোগীদের অক্সিজেন পৌঁছানোই গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজে এগিয়ে এসেছে ‘মিশন অক্সিজেন’। ২৫০-র বেশি যুব উদ্যোগপতি মিলে তৈরি করেছেন এই মিশন। তাঁদের মূল উদ্দেশ্য, দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়া। যার জন্য তহবিল জোগাড় করেছেন তাঁরা। আমি আশা করছি, ওদের মিশন সফল হবে। ওদের মিশন সফল করতে আমি কিছু সাহায্য করেছি। যাতে দেশের আরও বেশি হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিতে পারেন ওঁরা। আপানাদের মূল্যবান সমর্থন আমাকে সাফল্য পেতে সাহায্য করেছিল। দেশের এই সময়ে আমাদের উচিত একজোট হয়ে মহামারীর সঙ্গে লড়াই করা।” সচিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ‘মিশন অক্সিজেন’।

 

সুত্র: এবিপি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours