ভারতে কোভিড সংঙ্কট: চিকিৎসার জরুরি সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছল করোনা চিকিৎসার জরুরি সরঞ্জাম।  করোনায় মুখ থুবড়ে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। তাই ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সেই সরঞ্জাম।

যার মধ্য রয়েছে ৪০০-র বেশি অক্সিজেন সিলিন্ডার, আরটি-পিসিআর টেস্টের কিট, হাসপাতালে করোনা চিকিৎসার জন্য জরুরি উপকরণ। ইউএসএইড ৯ লক্ষ ৬০ হাজার র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট, কোভিড যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের জন্য ১ লক্ষ এন-৯৫ মাস্কও পাঠিয়েছে ইউএসএইড।

ইউএস এ্যাম্বাসী সেই মুহূর্তের বেশ কিছু ছবি তুলে ধরেছে। তারা টুইট করে জানিয়েছে, “আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি জরুরি সরঞ্জাম এসেছে। যা কোভিড-১৯’র সঙ্গে মোকাবিলায় প্রয়োজন হবে। এরকম আরও বেশ কয়েকটি কার্গো বিমানে সহায়তা আসবে, তার মধ্যে প্রথমটি শুক্রবার ভারতে পৌঁছেছে! করোনার সঙ্গে লড়াই করার জন্য ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা”।

এরআগে,ভারতকে করোনা যুদ্ধে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই প্রেক্ষিতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোভিড মোকাবিলা সামগ্রী পাঠানো হচ্ছে ইউএসএ।

মহামারির শুরু থেকেই ভারতকে প্রায় ২৩ মিলিয়ন ডলার সাহায্য করেছে ইউএসএইড। যার ফলে ১০ মিলিয়ন ভারতীয় উপকৃত হয়েছেন।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours