আজিজুল হক চৌধুরীঃ
লকডাউনে থেমে নেই সড়ক দুর্ঘটনা। বিদায়ী এপ্রিলের লকডাউনের ০১ মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮জন নিহত ও ৫০৭জন আহত হয়েছে। একই সময় রেল-পথে ৮টি দুর্ঘটনায় ০৬জন নিহত হয়েছে এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮জন নিহত, ০৯জন আহত এবং ২ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে আজ ০২ মে রবিবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।
এইমাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২জন পথচারী, ১৩৪জন চালক, ১১০জন পরিবহন শ্রমিক, ৩৩জন শিক্ষার্থী, ০৬জন শিক্ষক, ২৮জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২জন নারী, ৪৭জন শিশু এবং ০৪জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
এর মধ্যে নিহত হয়েছে ১১২জন চালক, ৮২জন পথচারী, ৩৮জন নারী, ২৬জন ছাত্র-ছাত্রী, ৩৬জন পরিবহন শ্রমিক, ৪২জন শিশু, ০২জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ০৭জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ০৪জন শিক্ষক ছিল।
পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ১৪৪টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ৫৫টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টি নসিমন ও করিমন, ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি প্রাইভেট কার ও ২০টি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল।
এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ০৮ এপ্রিল এইদিনে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬জন নিহত ও ৩৩জন আহত হয়।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ১৪ এপ্রিল ০৬টি সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত ও ০৬ জন আহত হয়।
+ There are no comments
Add yours