ডেস্ক নিউজ
বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ২০ কর্মকর্তা। সাথে আরও ১০৫ জন এএসপি থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬)।
রোববার (০২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে, সাথে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার।
এর আগে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ পদোন্নতি দেওয়া হয় ঢাকায় কর্মরত ৭ জন পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার কর্মকর্তাকে। পদোন্নতি পেয়ে তারা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন।
রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিসি হারুন ছাড়া পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- সিআইডির মো. সাইফুল ইসলাম, ডিএমপির মো. আনিসুর রহমান, ডিএমপির নুরুল ইসলাম, ডিএমপির বিপ্লব বিজয় তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মনিরুজ্জামান এবং পুলিশ সদর দফতরের শেখ রফিকুল ইসলাম।
+ There are no comments
Add yours