রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। যদিও করোনা মহামারীর কারণে আমরা যথাযথ ভাবে এই উৎসবটি পালন করতে পারছি না তথাপি আনন্দের কোনো ঘাটতি নেই।
করোনায় গত এক বছরে আমরা আমাদের অনেক নিকট জনকে হারিয়েছি। তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি।
ঈদ উৎসব আসলেই মনে পড়ে শৈশবের ঈদের স্মৃতির কথা। এখন থেকে প্রায় চল্লিশ বছর আগে গ্রামে ছোটবেলার বন্ধুদের নিয়ে যেভাবে ঈদের আনন্দ উদযাপন করতাম সেই স্মৃতি গুলো চোখের সামনে ভেসে ওঠে।
তখন হয়তো এত উৎসাহ উদ্দীপনা ছিল না কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না।
গত চল্লিশ বছরে অনেক পরিবর্তন হয়েছে। উৎসবের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরও একটি জায়গা অপরিবর্তিত রয়েছে সেটি হচ্ছে নাড়ির টান, শিকড়ের টান। তাইতো দেখা যায় ঈদ আসলেই লক্ষ লক্ষ মানুষ গ্রামের দিকে ছুটে যায় নাড়ির টানে। ঈদযাত্রা কোন সুখকর যাত্রা নয়। তারপরও গ্রামে গিয়ে প্রিয়জনদের সাথে দেখা হওয়ার যে আনন্দ সেটি হয়তো কষ্টকর যাত্রার চেয়েও বেশি আনন্দদায়ক।
এবারও ঝুঁকি নিয়ে অনেক মানুষ বিধি নিষেধ সত্ত্বেও ঈদ উদযাপন করার জন্য গ্রামের দিকে ছুটে গেছেন।
এতে করোনা সংক্রমনের মাত্রা বেড়ে যেতে পারে এই আশঙ্কা রয়েছেই গেছে।
তারপরও সকলেই উৎসাহ উদ্দীপনার সাথে আসন্ন ঈদুল ফিতর উদযাপন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
ঈদ মোবারক।
লেখক: মোঃ আনোয়ার হোসেন
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
+ There are no comments
Add yours