আকাশ মার্মা মংসিং, বান্দরবান:
বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৪ বছর ধরে পরিত্যাক্ত ও নাজেহাল অবস্থায় পরে আছে মিনঝিরি পাড়া ক্লাবটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্লাবটি চারদিক দিয়ে এখনো কোন কিছু উন্নয়ন করা হয়নাই। চারপাশ দিয়ে খোলামেলা। আগে যা সংস্কার করেছিল তা এখন নষ্টের মুখে পড়েছে। আশেপাশে ময়লাস্তুপ ফেলছে স্থানীয়রা। উপরে টিন গুলোরও বেহাল দশা। যেখানে শিক্ষার আলো জ্বালানোর কথা সেখানে পশুপাখিদের জন্য হয়ে গেছে বাসসস্থান।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের নির্বাচনের আগে ভোট চাইতে এসেছিল জনপ্রতিনিধিরা। ওই সময় জনপ্রতিনিধিদের সামনে ক্লাবটি ব্যাপারে কথা তুলে ধরলে তারা তা কাজ করা হবে বলে আশ্বাস দিয়ে যায়। পরে নির্বাচন শেষে এব্যাপারে আর কোনো খোঁজ নেননি কেউই ।
অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি বেশ কয়েকবার গ্রামে আসলে ক্লাবটি নিয়ে কথা বললে তা গুরুত্ব না দিয়ে চলে যান।
মিনঝিড়ি পাড়া ক্লাবের সভাপতি মংহলাচিং মারমা (২১) খবর বাংলাকে জানান, ক্লাবটি এর আগে এলাকার উদ্যোগে অর্থ উত্তোলন করে সংস্কার হয়েছিল যার খরচ আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা। কিন্তু বর্তমানে পর্যায়ে এসে তাতে অর্থে সংকট দেখা দিয়েছে বিধায় আর সামনে আগানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,গ্রামে যুবক যুবতী সদস্য সংখ্যা আছে বেশ দ্বিগুনের মত ।আমাদের ইচ্ছা এই ক্লাবটি সংস্কার করা হলে অবাঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলোর প্রজ্বলন জ্বলবে।এই ক্লাবকে নিয়ে অনেক বার অনেক জায়গায় গিয়েছি তাতেও কাজ হয়নি। বিগত ৪ বছর ধরে এইভাবে পড়ে আছে এই ক্লাবটি। ক্লাবটি নিয়ে জনপ্রতিনিধিদের সাথে কথা বললেও না জানা ভান করে কথা গুলো এড়িয়ে যায়। তাই ক্লাবটি পুনসংস্কারে জোর দাবী জানাচ্ছি।
মিনঝিড়ি পাড়া গ্রামে প্রতিনিধি নুমেচিং মারমা (২৯) খবর বাংলাকে জানান, নির্বাচন পূর্বে চেয়ারম্যানরা ক্লাবটি সংস্কার জন্য আশ্বাস দিয়ে গেছিলেন। অথচ নির্বাচন শেষে চেয়ারম্যান হওয়ার পর তার কোন খোঁজ খবর নাই।
এইদিকে ২নং কুহালং ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিমং মার্মা খবর বাংলাকে বলেন, তিনি এই ক্লাবের ব্যপারে কিছুই জানেন না। এমনকি এব্যপারে আলোচনা করতে তার কাছে কেউ আসেনি, যোগাযোগও করেনি। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন আভিযোগের ব্যপারে অবশ্যই পদক্ষেপ গ্রহন করা হবে । পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সাথে যোগাযোগ করে ক্লাবটি নির্মান করার আশ্বাস দেন।
+ There are no comments
Add yours