আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে হত্যা মামলার পলাতক এক আসামীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদও উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ও আজ রবিবার বিকেলে আনোয়ারা চাতুরী চৌমুহনী ও রাঙ্গুনিয়া সরফভাটা-গুদামঘর সড়কের পূর্ব র্জ্যৈষ্ঠপুরা ফুতামুরা এলাকা হতে তাদের আটক করা হয়।
আরো জানা যায়- ফরিদুল আলম (৩২) নামের বোয়ালখালী থানার হত্যা মামলার পলাতক এক আসামী পাশ্ববর্তী আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকায় আত্নগোপন করে রয়েছে গোপনে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানার এসআই জাহাঙ্গীর আল- আমান সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল আলম (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদ বোয়ালখালীর চরখিদিরপুর এলাকার তাজুর মুল্লুক বাড়ীর শামসুল আলমের পুত্র এবং বোয়ালখালী থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামী।
অপরদিকে এসআই জাহাঙ্গীর আল- আমানের নেতৃত্বে অপর একটি দল জ্যৈষ্ঠপুরা ফুতামুরা এলাকায় অভিযান চালিয়ে পূর্ব শাকপুরাস্হ জব্বার চেয়ারম্যানের বাড়ীর রতন দাশের পুত্র জনি দাশ (২১) ও একই ইউনিয়নের সর্দ্দার পাড়া এলাকার সুবল সর্দ্দারের পুত্র রানা সর্দ্দার (২০) নামের দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকা হতে পলিথিনে মোড়ানো ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল করিম বলেন আটককৃত আসামীদের সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours