আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবার মাঝে ত্রাণ ও নগদ অর্থসহ বিতরণ করেছে বান্দরবান সেনাবাহিনী ও প্রশাসন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের জোন সদর দপ্তর, জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।
১৮ মে মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে ৭০ পরিবারের মাঝে ৩৩০জনের খিচুড়ি ও দুপুরের খাবার, প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা, চাল, ডাল, তেল, পিয়াজ দেওয়া হয়েছে।
এছাড়াও বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৩ হাজার টাকা, ৩ কেজি করে চাল, দুই বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথাগত সামাজিক প্রতিষ্ঠান হেডম্যান-কারবারী পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার ১৭ মে দিবাগত রাত ১ টার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুরো গ্রামের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
+ There are no comments
Add yours