আকাশ মার্মা মংসিং, বান্দরবান
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক
সাংবাদিক রোজিনা ইসলাম’র নিঃশর্ত মুক্তি ও নির্যাতন নিপীড়ন প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিক ইউনিয়নবৃন্দ।
বুধবার ( ১৯ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সদরে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নে সাধারন সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহারিয়া, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, জিটিভি প্রতিনিধি ইছহাক, সমকাল প্রতিনিধি উজ্জ্বল তংচগ্যা, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ, আরটিভির প্রতিনিধি শাফায়েত হোসেন, মোহনা টিভির প্রতিনিধি রাহুর বড়ুয়া ছোটন, এশিয়ান টিভির প্রতিনিধি নুরুল কবীরসহ বান্দরবান বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা।
বক্তব্যে সাংবাদিকরা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেও ক্ষান্ত হয়নি। মিথ্যা মামলাও দিয়েছে।
মানববন্ধনে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। সেইসাথে সকল সাংবাদিক ভাই-বোনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সারাদেশের সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
+ There are no comments
Add yours