এম পেয়ারুল ইসলাম
প্যালেস্টাইন ইস্যুতে মনে হয় না আমরা বাংলাদেশীদের মত বিশ্বের অন্য অন্য কোন জাতি এতোটা আন্তরিক আছে ৷
শুধু ঔষধ সরবরাহের জন্য একটু ইঙ্গিত দিয়েছিলো বাংলাদেশে অবস্থিত প্যালেস্টাইন এম্ব্যাসিতে ঔষধে ভরপুর ৷
ফিলিস্তিন এম্ব্যাসিডর বাংলাদেশি মানুষের আন্তরিকতা ভালবাসা দেখে সাহায্য প্রদানের জন্য বিকাশ একাউন্ট খোলতে বাধ্য হয়েছিলো কয়েক ঘন্টার মধ্যে উল্লেখিত নাম্বার গুলোতে বিক্যাশ লিমিট শেষ হয়ে গেছে ৷ অনেকেই না কী বিশ টাকাও বিক্যাশ করেছে ৷
এখানে টাকার সংখ্যাটা মূখ্য না , সবচে সুন্দর আর অনবদ্য দিক হচ্ছে ফিলিস্তিনের প্রতি বাঙালির আন্তরিকতা ও অকপটতা ৷
আসলেই এই বাঙালি জাতিটার ঈমান আর সহমর্মিতা লেভেল অনেক উচ্চ মানের ৷ মাশাল্লাহ!
কাতার সরকার সম্প্রতি ৫০ মিলিয়ন ইউএস ডলার দান করেছে নিপিড়িত ফিলিস্তিনিদের জন্য ৷
তবে আমার কাছে তার তুলনায় বাংলাদেশিদের ঐ বিক্যাশে প্রেরিত ২০ টাকাকে কোন ভাবেই ছোট মনে হচ্ছে না ৷
গতরাতে দেখলাম আমাদের অনেকগুলো বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশি পতাকা আর ফিলিস্তিন পতাকা নিয়ে ফিলিস্তিন সাপোর্টে মোটর সাইকেল শো ডাউন দিচ্ছে কাতারের দোহা শহরের এরিয়াতে , চোখ জোড়ানো দৃশ্যপট ৷
এদেশে এসব শো ডাউনের অনুমতি না থাকলেও পাশে দন্ডায়মান আল ফাজা ( কাতার পুলিশ ) কিছুই বলছে না ৷ তারাও দেখছে এই আবেগি বাঙালি মুসলিমদের ৷ আমি নিজ হাতে ভিডিও করলাম ৷ আসলেই ইম্পপ্রেসিভ একটা দৃশ্য ছিলো ৷
আজকে গলা উচিয়ে বলতে ইচ্ছে ” proud myself to be a bengali , i really proud
আল্লাহ যেন এই জাতিটাকে কবুল করে , কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন জিজ্ঞাসিত হবো মসজিদুল আকসা রক্ষার্থে আমার ভূমিকা কি ছিলো ?
হয়তো একটু লজ্জিত হয়েও তখন বলতে পারবো .কী বোর্ডে কিছু ফেসবুক স্ট্যাটাস হেশট্যাগ আর কিছু ভাইয়ের প্রতিবাদকে নিজ হাতে ভালোবেসে ভিডিও করেছিলাম ৷
আল্লাহ তোমার প্রথম কিবলা রক্ষার্থে এরচে বেশি কিছু করার ক্ষমতা আমার ছিলো না , তবে ঘৃণা করেছিলাম প্রচুর ঐসব জালিম ইহুদিদের অমানবিক কর্মকান্ডকে , প্রচুর ঘৃণা ৷
এম পেয়ারুল ইসলাম
কাতার প্রবাসী
+ There are no comments
Add yours