ঝালকাঠিতে যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে ২ জনের জরিমানা

Estimated read time 1 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে দুই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)।

ইউএনও মো. মোক্তার হোসেন জানান, পশ্চিম চাড়াখালী আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক যৌন উত্তোজক ঔষধ বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পায়। এ সময় তার দুই সহযোগীকে অর্থদন্ড প্রদান করেন। অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক পলাতক রয়েছে।

অভিযানে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল অংশসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours