পটিয়া থানার পুলিশ সদস্যদের ঈদ উদযাপন

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব | পটিয়া, চট্টগ্রাম:

ঈদ মানে খুশির দিন। কিন্তু বাংলাদেশ পুলিশ সেই দিনটিতেও পরিবারকে ছেড়ে প্রতিনিয়ত দেশের সেবায় মানুষের সেবায় কাজ করেন। করোনা মহামারী দুর্যোগ মোকাবেলায় পুলিশের অবদান অপরিসীম।

পটিয়া থানার পুলিশ সদস্য আবদুল্লাহ মুহাম্মাদ রোবায়েদ বাংলাদেশ পুলিশ ও দেশবাসীর উদ্দেশ্য বলেন, এই ঈদে সর্বস্তরের মানুষ ঘরে থাকুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান।এবার পবিত্র ঈদুল আযহা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।

পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।

দেশবাসী সহ পটিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন ঈদ উল আযহা মহান সৃষ্টিকর্তার এক পবিত্র উপহার। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার কামনা। ঈদের প্রত্যয় হোক ধনী-গরিবের ব্যবধান গোছানোর,জুলুম নিপীড়ণ থেকে জনগণের মুক্তির।পটিয়া বাসীকে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours