নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সাংবাদিকদের একমাত্র সংগঠন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে অবশেষে। মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংশ্লিষ্টরা এ কমিটি ঘোষণা করেন।
জাতীয় দৈনিক যায়যায়দিন ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু’র প্রতিনিধি আব্দুল হামিদকে আহবায়ক, দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার, প্রতিনিধি আমিনুল ইসলামকে যুগ্ন আহবায়ক ও দৈনিক সুপ্রভাত, নতুন বাংলাদেশ ও বাঁকখালী পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাতীয় আজকের পত্রিকা ও দৈনিক আজাদী প্রতিনিধি এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার-অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদীন খালেদ, দৈনিক ইত্তেফাক,সাঙ্গু ও দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি ও সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, দৈনিক সংবাদ ও আজকের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক ভোরের পাতা, চট্টগ্রাম মঞ্চ ও সৈকত প্রত্রিকার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক মানব কন্ঠ, প্রিয় চট্টগ্রাম ও বাঁকখালী পত্রিকার প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক একাত্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শাহীন,দৈনিক অগ্রযাত্রা ও ইনানী পত্রিকার প্রতিনিধি মোঃ ইউনুছ, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর।
এই কমিটি আগামী ৩ মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করবে। উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় বিগত ৩ বছর আগে। সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের মে মাসে। কিন্তু নানা কারনে নতুন কমিটি গঠনে কোন প্রক্রিয়া হয় নি। এ কারণে ২২ মে ২০২১ ইং বিকালে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে প্রেস ক্লাব বিধি মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়। নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ত্ব করেন দৈনিক যায়যায়দিন ও সাঙ্গু’র নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ। এ সময় প্রেস ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours