কুড়িগ্রাম সরকারি কলেজের প্রভাষক শাহাদাত হোসেন বাঁচতে চান

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহাদাত হোসেন এর জীবন বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তার পরিবার শিক্ষাজীবন থেকেই ছিলেন সংগ্রামী। নিজে পড়ালেখার পাশাপাশি টিউশনির টাকা দিয়ে চালিয়েছেন পাঁচ সদস্যের সংসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪০তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহাদাত স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হয়ে ভ্যানচালক বাবাকে সম্মানিত করার। সেই স্বপ্ন বাস্তবেও রূপ দিয়েছেন তিনি। ৩৭ তম বিসিএস শিক্ষা ক্যাডারে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত শাহাদাত হোসেন। তবে ব্লাড ক্যান্সারের কাছে হেরে যেতে বসেছেন এই মেধাবী প্রভাষক।

পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তি এখন ব্লাড ক্যান্সার (একিউট লিউকেমিয়া AML M4) এ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থমকে গেছে শাহাদাতের স্বপ্নে সাজানো পরিবার। শাহাদাতের চিকিৎসার জন্য প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন কিন্তু এত টাকা কিভাবে যোগাড় হবে এই চিন্তায় দিশেহারা তার পরিবার। শাহাদাতের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন এই শিক্ষক, শিক্ষাথী ও তার পরিবারের লোক জন।

আপনার সামান্য সহযোগিতাই পারে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে।

শাহাদাতকে সাহায্য পাঠানোর ঠিকানা

মো.শাহাদাত হোসেন
এ / সি নং: 5208401022121 সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা রাউটিং নং: 200490407

বিকাশ : 01923042350
নগত: 01923042350
রকেট : 019230423503

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours