বরকলে ভূষণছড়ায় গণহত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ

“সর্বক্ষেত্রে পার্বত্য এলাকায় সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে ১৯৮৪ সালে রাঙ্গামাটি বরকলের ভূষণছড়ায় গণহত্যা প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

৩১ মে সোমবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চের সামনে মানববন্ধনে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শান্তি সম্প্রীতির উন্নয়নের ভবিষ্যৎ। এ সংগঠনটি পাহাড়ী বাঙালির মধ্যে বৈষম্য দুর করে সকলের মঙ্গলের জন্য কাজ করবে।

বক্তরা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ পার্বত্য চট্টগ্রাম শান্তিতে থাকত। জাতির পিতা ছিলেন খাঁটি বাঙালী। আর সেই জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের সাথে শত্রুতা করে নাই বলে আজ সব রাষ্ট্রের পাশে মানবতা হাত বাড়িয়েছে। রাঙ্গামাটি বরকলে ভূষণকান্ডে গণহত্যা বিচার এখনো হয়নি। ভূষণকান্ডে বিচার যেন দ্রুত পদক্ষেপ গ্রহন করা হয় ও পার্বত্য ভূমিকে রক্ষার্থে যাতে শান্তি ফিরে আসে সেই আহ্বান জানানো হয়।

এইসময় বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়ার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours