নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর ইউপি একাদশ চ্যাম্পিয়ান

Estimated read time 1 min read
Ad1

মোঃ মুবিনুল হক মুবিন নাইক্ষ্যংছড়ি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয় সদর ইউনিয়ন পরিষদ একাদশ।

সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহায়ক করিম ইকবাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মারমা, ভাইস চেয়ারম্যন (মহিলা) শামীমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ,সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি এসআই অরুন চাকমা ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাঈনুদ্দিন খালেদ,সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মো: ইফসান খান ইমন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, জয়নাল আবেদিন টুকু, আব্দুর রশিদ, মোঃ শাহীন,সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, উপজেলা নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তপন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার সোহেল, দৌছড়ি ইউপি সদস্য নুরুল আলম, সাবেক ইউপি সদস্য ফুখরুল ইসলাম কালু প্রমুখ।

সমাপনী খেলার দ্বিতীর্য়াধে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন দোছড়ি ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে দৌছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে । ফুটবল টুর্নামেন্টে ৫ ইউনিয়নের ৫টি দল অংশগ্রহণ নেয়। খেলা শুরু হয় গত ২৮ মে।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours