মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়িঃ
গত ৩০ শে এপ্রিল কয়েকটি অনলাইন পোর্টাল, দৈনিক সাঙ্গু ও দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত ” বাইশারী সৌদি প্রবাসীর রাবার বাগান দখলের চেষ্টা ” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঐ রাবার বাগানের সত্তাধীকারি আবদুল জলিল। তিনি বলেন বিগত ৩০ শে এপ্রিল ( রবিবার) আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হয়। উক্ত প্রকাশিত সংবাদটি সম্পুর্ন ভিত্তিহীন, মিথ্যা, ও বানোয়াট বলে দাবী করেন।
ঐ দিন সংবাদে প্রকাশ করা হয়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ২৮০ নং আলীক্ষ্যং মৌজা সৌদি প্রবাসী বদিউল আলমের দুর্গম পাহাড়ের ক্রয়কৃত ৫০ একর সৃজিত রাবার বাগানে তার অগোচরে ১ মাস গাছের কষ আহরণ করে তাহার ৩ তিন লক্ষ টাকা ক্ষতি করে রাবার বাগান দখলের চেষ্টা করে এটি প্রকাশিত সংবাদের অংশবিশেষ।
তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিপক্ষ দীর্ঘদিন থেকে আমাকে ষড়যন্ত্র করে হয়রানি করেগ আসছে। আমি পার্বত্য বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা। বাইশারী ২৮০ নং আলীক্ষ্যং মৌজায় আমার দখলে থাকা অবস্থায় ২০০২ ইং সালে ৩০/১০/২০০২ ইং মৌজা হেডম্যানকে বন্দোবস্তির আবেদন করি পরবর্তীতে ডেপুটি কমিশনার বান্দরবান এর নিকট ৪/৮/২০০৫ ইং তারিখে বন্দোবস্তির আবেদন করিলে বন্দোবস্তি সংক্রান্তে ডকেট নং ২০, ৪/৮/২০০৫ সুচনা হয় ।
৮/৯ বছর আগে উক্ত জমিতে আমি রাবার গাছের চারা সৃজিত করে এক মাস আগে গাছ থেকে কষ আহরণ করে আসছি। বিগত ৫/৫/২১ ইং তারিখে বদিউল আলম ও ফরদৌস আলী ওরফে ডাকাত ফিরোজ এর নির্দেশে ২০/২৫ জন সন্ত্রাস বাহিনী নিয়ে হঠাৎ আমার বাগানে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমার ৩ জন কর্মচারী (টেপার) কে বেদর মারধর করে অপহরণ করে নিয়ে যায় এবং ঐ দিন আমার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করে।
বিগত ৬/৫/২১ ইং তারিখে বান্দরবান মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সি আর মামলা ৩৮/২০২১ রজু করি। মামলা রজু করার পরে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দমকি প্রদান করলে ৯ ই মে ২০২১ নাইক্ষ্যংছড়ি থানায় একখানা সাধারণ ডায়েরি যার নং ৪৩৯
গত ১৬/৫/২১ ইং তারিখে শীর্ষ সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলীর নেতৃত্বে আমার লাগানো রাবার গাছের ২৫০০ হাজার বাটি কেটে ফেললে আমি
মাননীয় সহকারী জজ আদালতে অপর মামলা ১৪৫/২১ রজু করি।
তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাসানোর জন্য ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করেছেন উক্ত সংবাদে কেহ বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রহিল এবং উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আবদুল জলিল
পিতাঃ মৃত্যু নুর আহমদ
সাং নারিচ বুনিয়া ৮নং ওয়ার্ড
বাইশারী ইউনিয়ন
নাইক্ষ্যংছড়ি বান্দরবান
+ There are no comments
Add yours