এম ডি রায়হান | রামু, কক্সবাজার:
কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেকটা স্বয়ংসম্পূর্ণ হল।চিকিৎসাসেবায় এগিয়ে গেল আরো একধাপ।দীর্ঘদিন ধরে ‘সিটি স্ক্যান’ মেশিনের সেবা না পেয়ে রোগীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালমুখী ছিল।
বিশেষ করে, গরীব-নিম্নবিত্ত মানুষদের পড়তে হয়েছে টাকার বিড়ম্বনায়।এখন থেকে সরকারী স্বল্পমূল্যে সিটি স্ক্যান করাতে পারবে রোগিরা।
এদিকে, সদর হাসপাতালে নতুন সংযোজন ‘সিটি স্ক্যান’ মেশিন পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান।পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন- কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া, সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ জাকির হোসেন, সহকারী পরিচালক ডাঃ রফিক-উস-সালেহীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ শাহিন আবদুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক ডাঃ আয়ুব আলী ও ডাঃ উসমানুর রশীদ।
+ There are no comments
Add yours