রুমায় দেশি মদ ও তৈরীর উপকরণসহ আটক -৫

Estimated read time 0 min read
Ad1

আকাশ মারমা মংসিং | বান্দরবানঃ

বান্দরবানের রুমা উপজেলায় দেশি মদ তৈরী উপকরণ ও ১২০০ লিটার মদসহ ৫ জনকে আটক করা হয়েছে ।
আটকৃতরা হল রুমা আশ্রম মারমা পাড়া মংখেঅং মারমা (৪০) মংমংসিং মারমা (২৪) চশৈ মারমা (২২) উবাথোয়াই মারমা (২৫) থোয়াইনুঅং মারমা (৩৩) তারা সবাই রুমা উপজেলা বাসিন্দা।

৩ জুন বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টা দিকে রুমা আশ্রম পাড়া যৌথবাহিনি অভিযান করা হয়। এতে বিপুল পরিমাণে দেশি মদ ও মদ তৈরী উপকরণ এবং প্রস্তুত করে রাখাগুলো মাদক ব্যবসায়িকদেরকে আটক করা হয়েছে পুলিশ।

বাজার দোকান সুত্রে জানা যায়, মদ ব্যবসায়িরা প্রায় প্রত্যেক দোকান হতে চিনি সংগ্রহ করতেন। তারা চিনি ক্রয় করে এমনভাবে নিয়ে যায় বুঝা যায়নাহ তারা মদ তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে। পরে জানা যায় তারা চিনি দিয়ে মদ উপকরন তৈরি করার জন্য চিনি সংগ্রহ করে জঙ্গলে নিয়ে মদ তৈরি করে।

এই মামলা বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম জানান, আসামি ৫ (পাঁচ) জনকে রুমা থানাতে নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ আইনে আওতায় ৪/০৬/২০২১ তারিখে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours