এম হেলাল উদ্দিন নিরব,চট্টগ্রাম
সারাদেশের মতো দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১।
আজ শনিবার (৫ জুন) সকালে চন্দনাইশ উপজেলা হাসপাতালে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দিয়ে এই ক্যাম্পইন শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ডেন্টাল সার্জন ডা: মোহাম্মদ তানভীর রহমান,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই )আখতারুজ্জামান রবিউল,স্বাস্হ্য পরিদর্শক ইনচার্জ পুপুল চৌধুরী, পরিসংখ্যান পিযুষ চক্রবর্তী।
উল্লেখ যে, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচির শুভ সূচনা করেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় করোনাকালীন এই কঠিন সময়ে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন অত্যন্ত প্রশংসনীয়।
এ ব্যাপারে ডা.শাহীন হোসাইন চৌধুরী বলেন, কোন শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে জনগণকে জানান দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, হাটবাজার, বাস স্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণস্থানেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
+ There are no comments
Add yours