নুরুল আবছার নুরী, ফটিকছড়িঃ
ফটিকছড়ি কাঞ্চন নগর মানিকপুর চমুরহাট বাজারের পশ্চিম পাশে ডলু পাড়ায় মরিচ ক্ষেতে মরিচ তোলার সময় বজ্রপাতে দুই নারী নিহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, বানু শীল(৪০) লাকি দাশ ৩৮ এছাড়া এঘটনায় আরও দুজন আহত হয়েছে। তারা হলেন, মালতি রানী দাশ(৩০) শোভা রানী দে(৩৫)।
আহতরা কাঞ্চন নগর আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ির থানার ওসি মো রবিউল ইসলাম খবর বাংলা’কে জানান, মৃত দুজনের লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে, উপজেলার নাজিরহাট বজ্রপাতের বিকট শব্দে শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৬ জুন) নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ীর মৃত আব্দুল আজিজের পুত্র।
+ There are no comments
Add yours