মোঃ উজ্জ্বল, নগর প্রতিবেদকঃ নগরীর কাট্টলীস্থ সাগরপাড়ে সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয় মায়াফুল বিদ্যাপীঠ ফ্রি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুন) সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷
এতে কাট্টলী সাগরপাড়স্থ স্বল্প পেশাজীবি মানুষের মাঝে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় সিবিএইচসি আরবান হেলথ কর্মসূচীর আওতায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড (ওয়াই স্যাব)।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াই স্যাব’র সদস্য ডাঃ ধ্রুব ধর, ডাঃ আশরাফুল আলম, ডাঃ তাবাস্সুম রাইসা, ডাঃ তন্ময় পাল, ডাঃ ইয়াসমিন সুলতানা, ফার্মাসিস্ট মোঃ জাফর ছিদ্দিক
আরও উপস্থিত ছিলেন, মায়াফুলের সভাপতি বশির আহমেদ, সালেহা ভুঁইয়া মুন,সুজন চৌধুরী,স্বপন দাশ,আকাশ দে প্রমুখ।
+ There are no comments
Add yours