নিজস্ব প্রতিবেদন :প্রস্তাবিত ২০২১– ২০২২ বাজেট হতে বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। (রবিবার ১৩ জুন২১ইং) বেলা সাড়ে ১১টায় লামা প্রেস ক্লাবের ৩য় তলায় হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের বান্দরবান জেলা ও লামা উপজেলা নেতৃবৃন্দরা ৬ দফা দাবী জানায়। সংগঠনের দাবীসমূহ ১।তামাকের ন্যায্য মূল্য নির্থারণ করতে হবে, ২। তামাক চাষীর সকল উৎপাদিত তামাক বিক্রয়ের নিশ্চয়তা দিতে হবে, ৩। ২০২০ – ২০২১ অর্থবছরের বাজেটে বিড়ি উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমাতে হবে, ৪। বিড়ির উপর আরোপিত অগ্রিম ১০% আয়কর কমাতে হবে, ৫। তামাক চাষের সুবিধার্থে বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে সুরক্ষা দিতে হবে, ৬। দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিদেশী বহু জাতিক কোম্পানীর নিন্মস্তর সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি করতে হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল বশর। সম্মেলনে লিখিত মূল বক্তব্য পাঠ করেন, বান্দরবান তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোস্তাকিম জমি। আরো উপস্থিত ছিলেন, আলীকদম তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদস্য ফরিদুল ইসলাম, তামাক চাষী উশৈথোয়াই মার্মা, দেলোয়ার হোসেন। এছাড়া আরো অর্ধশত তামাক চাষী, ব্যবসায়ী ও তামক শ্রমিকরা উপস্থিত ছিল।
+ There are no comments
Add yours