ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ সোমবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় দিন ব্যাপী দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ( এসওডি) -২০১৯ শীর্ষক এক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
অনুষ্ঠানে মুল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা চৌধুরী , সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোঃ কোহিনুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের দূর্যোগ কমিটির ভূমিকা ও গঠণ, দূর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতি, ঝুকি হ্রাস, দূর্যোগ ব্যবস্থাপনা, দূর্যোগকালীন সময়ে তালিকা প্রণয়ন ইত্যাদি বিষয় সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনায় আলোকপাত করা হয়। এ সময় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা , ইউপি সচিবগণ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours