২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১৯ জনের করোনা শনাক্ত

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ২৫৩ জন নগরের ও ৪ হাজার ৩৭২ জন বিভিন্ন উপজেলার।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জনের ও উপজেলার ২ জনের করোনা পজিটিভ আসে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ ও উপজেলার ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন নগরের ও ২৪ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪১ ও উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে বাঁশখালীর ৩, পটিয়ার ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৯, হাটহাজারীর ৮, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ২, সন্দ্বীপের ১ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১২০ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৭১৫ জন করোনা রোগী।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ২৩৬ জন; এর মধ্যে ১৬৩ জন নগরের ও ৭৩ জন উপজেলার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours