খবর ডেস্ক: সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি জানান, কক্সবাজারের এসপির ব্যাপারে পদক্ষেপ নেবার মতো কিছু পায়নি মন্ত্রণালয়। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মেজর সিনহার বোনের মামলা দায়েরের পরপরই পুলিশ সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ এদিকে বর্তমানে কক্সবাজার পরিদর্শনে রয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজি বেনজির আহমদ কক্সবাজার।
এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবকে দায়িত্ব দেন।
+ There are no comments
Add yours