নূরুল আবছার নূরীঃ ফটিকছড়ির উপজেলার লেলাং ইউনিয়নে চলাচলের রাস্তার বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল খালেক নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাটিরকুল এলাকায় ভুট্টো মেম্বার বাড়ীর আব্দুল খালেকের সাথে প্রতিবেশী আমির খানের দীর্ঘ দিন ধরে বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো।
এদিকে ১৩ জুন রবিবার সন্ধ্যায় খালেক বাড়ীর সামনে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় আমির খান হঠাৎ দোকানে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগে খালেকের উপর অতর্কিত হামলা চালায়। এতে খালেক গুরুতর আহত হয়ে মাথা ফেটে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওযা হয়। পরে এ ঘটনায় আহত খালেকের স্ত্রী লাভলী আকতার বাদী হয়ে প্রতিবেশী আমির খানকে আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।
এ নিয়ে আহত আব্দুল খালেক বলেন আমি দোকানে বসে মোবাইল দেখছিলাম। আমির খান দোকানে প্রবেশ করে লাঠি সোটা নিয়ে আমাকে হত্যার জন্য হামলা চালায়। এতে আমি মারাত্বক ভাবে আহত হই। স্থানীয়রা এগিয়ে না এলে আমাকে মেরে ফেলতো আমির খান।
ঘটনার সত্যতা জানতে আমির খানের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে, তার স্ত্রী বলেন, আমাদের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ আছে, তবে ঘটনা রাস্তার জন্য নয়। খালেক ঘটনার দিন আমার মেয়ের পায়ের উপর দিয়ে গাড়ী চালিয়ে দিয়েছিল। তা খালেকের কাছে জানতে গিয়ে হয়তো আমার স্বামী কিছুটা আঘাত করেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানায় ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
+ There are no comments
Add yours