সাদমান সময়, মিরসরাইঃ চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ এলাকায় ঘুরতে গিয়েছিলেন জাবেদ আর নাজমুল। তাঁরা সম্পর্কে চাচা ভাতিজা। ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান দু’জন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে গত রবিবার (২০ জুন) সন্ধ্যার নাগাদ।
জানা গেছে, নিহত জাবেদ হোসেন (২৮) ও নাজমুল হোসেনের (১৫) বাড়ি মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে। একই দুর্ঘটনায় আহত হন মো. দিদার হোসেন নামে আরো একজন।
নিহতদের স্বজন মো. আলাউদ্দিন জানান, ওইদিন বিকেলের দিকে তারা তিনজন মিলে ঘুরতে যান নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা। ফেরার পথে স্থানীয় জিরো পয়েন্ট (ভাবির দোকান) এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে জাবেদ হোসেন মারা যান। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে মারা যান নাজমুল হোসেন। আহত দিদার চমেকে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তারও একটি পা অকেজো হয়ে গেছে বলে পরিবারকে নিশ্চিত করেছে চিকিৎসকরা।
সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকি। তিনি জানান, বঙ্গবন্ধু শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুইজন মারা যান। একজন আহত হলেও তার অবস্থাও আশঙ্কাজনক।
+ There are no comments
Add yours