চট্টগ্রাম ব্যুরো ::: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় নগরীতে আগামীকাল বুধবার (২৩ জুন) থেকে রাত ৮ টার মধ্যে ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের সভা কক্ষে কোভিড-১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভয় উপস্থিত ছিলেন সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নগরীর হোটেলগুলো ৫০ শতাংশ মানুষকে খাবার বিক্রি করতে পারবে। নির্দেশনা অমান্য করলে হোটেল সিলগালা করে দেওয়া হবে।
এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত । কোনোভাবেই মানুষ পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশ করতে পারবে না। অন্যথায় সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নে বুধবার (২৩ জুন) থেকে ভ্রাম্যমাণ আদালতের ১২টি টিম নগরে কাজ করবে।
এদিকে, একই সভায় আগামীকাল ২৩ জুন থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় লক ডাউন ঘোষণা করা হয়েছে।
+ There are no comments
Add yours