বাইশারীর ডাকাত হাসেম লোহাগড়ায় ৪টি অস্ত্র কার্তুজ, মোবাইল,নগদ টাকাসহ আটক

Estimated read time 0 min read
Ad1

মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ::: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের এক ডাকাতকে আটক করেছে চট্টগ্রামের লোহাগড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী ৪টি অস্ত্র, ১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল, নগদ টাকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২১ জুন) সকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই পার্থ সারথী হাওলাদার, এসআই ভক্ত দত্ত সহ একদল পুলিশ চকরিয়া বরইতলী লাল মিয়ার দোকান এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ডাকাতের নাম নুরুল হাসেম প্রকাশ কাসেম(৩০)। নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২০ জুন দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাসেমের বসতঘর ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে লোহাগাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং ৩৬,
২০/০৬/২০২১ইংরেজী। এর পর থেকে লোহাগাড়া থানা পুলিশের টিম ডাকাতদের আটক করতে তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, নগদ টাকা, ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু সাংবাদিকদের জানান, কলাউজানের একটি ডাকাতি ঘটনায় মাওলানা আবুল কাসেম থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সহযোগীতায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকা ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ এ ডাকাতকে আটক করতে সক্ষম হন। সে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে । তিনি আরও জানান, অস্ত্রগুলো কলাউজানে ডাকাতি করার সময় ব্যবহার করছিল। বিভিন্ন ডাকাতিতে সে তার সহযোগীরা অস্ত্রগুলো ব্যবহার করে তার হেফাজতে রেখেছিল। আটককৃতের বিরুদ্ধে থানায় ডাকাতি আইনে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours