সাদমান সময়,মিরসরাই ::: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর মেরিন ড্রাইভ সড়কের উপর থেকে নারী-শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চরশরৎ পুলিশ ক্যাম্পের এসআই কৃতি রঞ্জন। পরবর্তীতে তাদের কে জোরারগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছাখালীর মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ট্রলারযোগে মেরিন ড্রাইভ সড়কে উঠে আসলে ইকোনোমিক জোনের আনসার সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ৪ জন নারী, ৬ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছে।
আটকৃতরা হলো, রোহিঙ্গা নাগরিক মো. রফিক (২৫), জোহার (২৫), হাছিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আক্তার (৯), দেলোয়ার হোসেন (৭), জেসমিন (৩), রবি আলম (১৯), মোহাম্মদ রফিক (১৯), ছেনোয়ারা বেগম, (১৮), আজিদা (১৮), শওকত আর (১৯), মো. জোবায়ের (২), সাইমা (৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে ট্রলার যোগে পালিয়ে আসে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন আল মামুন বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের মেরিন ড্রাইভ সড়ক থেকে রোহিঙ্গা নারী শিশু সহ ১৪ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।তারা কক্সবাজারের উখিয়া কুতুপালাং ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর হতে ট্রলারযোগে পালিয়ে আসে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
+ There are no comments
Add yours