বোয়ালখালীতে মিনিবাস উল্টে নিহত ১, আহত ৭

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরী | বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে গার্মেন্টস শ্রমিকবাহী মিনিবাস উল্টে ১ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নং ওয়ার্ড শামসুল আলমের বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

আহতরা হলেন, মো. শফিক (২৬) মো. কাইছার (২৪) নাহিদ ফারজানা (২৭) নাজনীন আকতার (২০) রুপন বড়ুয়া (৩৮) রুনা আকতার (২০) ও পলি আকতার (২০) গুরুতর আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কেডিএস গ্রুপের বাসটি খাদে পড়ে উল্টে গেলে ৭ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, মিনি বাসটি গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়।

এতে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। বাসে থাকা যাত্রীরা নগরীর কে ডি এস আইডিআর লি: নামের একটি গার্মেন্টসের শ্রমিক হিসেবে কাজ করত এবং ( চট্টমেট্রৌ- ছ ১১-১১২২) বাসটি মালিকের মাসিক ভাড়ায় শ্রমিক আনা নেওয়া করত বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours