ইসমাইলুল করিম, বান্দরবান :বান্দরবানের লামা বন বিভাগ কর্তৃক হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত লামা উপজেলার সদর ও ডলুছড়ি রেঞ্জে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়।
বন বিভাগ সূত্রে জানা যায়,উপজেলার সদর ও ডলুছড়ি রেঞ্জে বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে ২০ লক্ষ ৫২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কাজী মো.গোলাম ছরোয়ারের উপস্থাপনায় অনুদান প্রদান সভায় সভাপতিত্ব করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম কায়চার।
সভায় আরো উপস্থিত ছিলেন মো. রেজা রশীদ, লামা উপজেলা নির্বাহী অফিসার, ফাতেমা পারুল,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী বন কর্মকর্তা,মো.ফরিদুল আলম, চেয়ারম্যান, সরই ইউনিয়ন।
সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন, মো. কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলাল আহমদ,এসকে খগেশ প্রতি চন্দ্র, নরুল করিম আরমান,ফরিদ উদ্দিন,আনোয়ার হোসেন সহ প্রমূখ।
বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতি গুলো লোকালয়ে চলে আসছে। হাতির জন্য অভয়ারণ্য প্রয়োজন।
+ There are no comments
Add yours