
খবর বাংলা:সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে লকডাউন আর তাইসড়কে নেই কোনো গণপরিবহন, অথচ খোলা পোশাক কারখানা। রাস্তায় নামলেই দুর্ভোগের শেষ নেই। ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে মিলছে কোনো গাড়ি।
সড়ক জুড়ে শুধু রিকশা আর ব্যক্তিগত গাড়ির আধিক্য। রিকশা যা ভাড়া হাঁকা হয় একজন পরিবহন শ্রমিকের কাছে সে ভাড়া দেয়া কোনো মতেই সম্ভব নয়। আর তাই শ্রমিকরা সময়মতো কাজে যোগ দিতে পারছেন না কাজে। সময় মতো কাজে যোগ দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।
বুধবার (৩০ জুন) সকাল ৮টার দিকে নগরের টাইগারপাস এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এসময় শ্রমিকদরা অভিযোগ করে বলেন, করোনার কারণে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহন। কিন্তু খোলা রাখা হয়েছে পোশাক কারখানা। প্রতিদিন কাজে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। যদি যাতায়াতের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কেন কারখানা খোলা রাখা হয়েছে?
এদিকে সড়ক অবরোধ করে রাখায় টাইগারপাস মোড়ে তৈরি হয় যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, গণপরিবহন না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
+ There are no comments
Add yours