
খবর বাংলা ডেস্ক :::
চট্টগ্রাম: করোনা মহামারিতে সরকারী নির্দেশনা উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান করার খবর পেয়ে অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার (৩০ জুন) এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন।
এসময় অনুষ্ঠান আগত অতিথিদের চলে যেতে মাত্র ১০ মিনিট সময় দেন তিনি। খাবার ফেলে অতিথিরা পড়িমরি করে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।
অভিযাকালে বারৈয়াঢালার দক্ষিণ ফেদাইননগরের সুজন চন্দ্র নাথকে দশ হাজার টাকা এবং বারৈয়াঢালার টেরিয়াল বাজারের রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলীকে দশ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
লকডাউন চলাকালে এমন জমায়েত হলে ব্যবস্হা নেয়া হবে বলেও জানান ইউএনও।
+ There are no comments
Add yours