
আকাশ মারমা মংসিং, বান্দরবান::: কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন বান্দরবান শহর জুড়ে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। জেলা প্রশাসনসহ আইনসৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে চলেছেন।
এইদিকে সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায়ও পালিত হচ্ছে কঠোর লকডাউন। সকাল থেকে পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া সকল ধরনের যানবাহন ও রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ ছাড়া বন্ধ আছে শপিংমল।
বান্দরবানের মুল সড়কগুলো বালাঘাটা, ট্রাফিক মোড়, কালাঘাটা, বাসষ্ট্যান্ড, ও অলিগলিসহ বাজারেও টহল দিচ্ছে সেনবাহিনী, বিজিবি, র্যব, আনসার, ও পুলিশ সহ জেলা প্রশাসন । এছাড়াও সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালতের টিম। পাশাপাশি বান্দরবান সদর রেইছা চেকপোষ্টে ও চলছে কড়াকড়ি জিজ্ঞাসাবাদ। প্রশ্নের উত্তর না মিললে ফিরিয়ে দেওয়া হচ্ছে । তবে আগের তুলনায় চেয়ে বান্দরবান বাজারে মানুষের উপস্থিতি অনেকটা কম।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন আকতার তিবরীজি বলেন, জেলা যেগুলো মুল পয়েন্টের জনসমাগন রয়েছে সেই খানে নির্বাহী মেজিষ্ট্রেট নেতৃত্বে টহল চলছে। সকাল থেকে ৪ টি টিম অভিযান পরিচালনা করছে। দুপুরে আরও ৪টি টিম অভিযান পরিচালনা করবে। গত দুটি বছরে ধরে কোভিড ১৯ সম্পর্কে আমরা মানুষকে সচেতন করেছি। এরপরও অনেকের মধ্যে সেই সচেতনতা আসেনি। তাই এখন যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানা ও শাস্তির আওতায় আনছি।
তিনি আরো বলেন, কর্মজীবি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মী বের হলে তাদেরকে পরিচয় পত্র দেখাতে হবে। অন্যথায় যদি না থাকে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। এবং পাশাপাশি ৭টি উপজেলায় প্রসাশনিক কর্মকর্তাকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে মানুষ সচেতন থাকে।
+ There are no comments
Add yours