সীতাকুণ্ডে ইয়াবা পাচারকারী সহ গ্রেফতার ২, মাইক্রোবাস জব্দ

Estimated read time 1 min read
Ad1

 

মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কঠোর লক ডাউনের মধ্যে ইয়াবা পাচারকারী সহ গ্রেফতার ২ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে ‌‌।উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

১ জুলাই (২০২১) বৃহস্পতিবার উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৯ হাজার ৫০০ শত পিস ইয়াবা সহ আটক করা হয় দুজন ইয়াবা কারবারীকে।

আটককৃতরা ইয়াবা কারবারীরা হলেন, মাইক্রোবাস চালক পাবেল (২০)।সে কুমিল্লা বুড়িচং থানার কামারখারা ইউনিয়নের শরাফত আলীর পুত্র।অন্যজন হলেন হেলপার হৃদয় (২০) একি জেলার দাউদকান্দি থানার খুশিয়ারী ইউনিয়নের মৃত মুসলিম হোসেনের পুত্র ‌‌‌।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ_১৩_৩৮৮৩) তল্লাশি করলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, সকাল থেকে মহাসড়কে লক ডাউনের চেক পোষ্টে ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি মাইক্রোবাস আটক করে ‌‌‌
চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গাড়িতে রাখা ৯ হাজার ৫০০ শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ‌‌।এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়‌।আটকৃত ২ জন সহ ইয়াবা ও মাইক্রোবাস সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours