কঠোর লকডাউনে আইন অমান্য করায় ১৮ টি মামলায় ১১হাজার ৭৫০ জরিমানা আদায়

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবান ::: করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সারাদেশে ন্যায় ২য় দিনের মত পালিত হচ্ছে কঠোর লকডাউন। সেই সাথে আইনশৃঙখলা বাহিনী ও ভ্রাম্যমান আদালতে ১৮টি টিম তৎপরতা চলছে এলাকা জুড়ে।

বান্দরবানের মুল সড়কগুলো বালাঘাটা, ট্রাফিক মোড়, কালাঘাটা, বাসষ্ট্যান্ড, ও অলিগলিসহ বাজারেও টহল দিচ্ছে সেনবাহিনী, বিজিবি, র‍্যব, আনসার, ও পুলিশ সহ জেলা প্রশাসন । এছাড়াও সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালতের টিম। পাশাপাশি বান্দরবান সদর রেইছা চেকপোষ্টে ও চলছে কড়াকড়ি জিজ্ঞাসাবাদ। প্রশ্নের উত্তর না মিললে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

তবে সকাল থেকে ভ্রাম্যমান আদালতে ১৮ টিম বিভিন্ন এলাকায় মুল পয়েন্ট টহল দেওয়া হয়। সেই সাথে বিভিন্ন মুল পয়েন্ট অভিমান চালিয়ে ১৮ টি মামলা সহ সর্বমোট ১১হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটব মো, কায়েসুর রহমান জানান, সকাল থেকে মুল সড়কে অভিযান চালিয়ে ১৮ টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় যেগুলো মুল পয়েন্টের জনসমাগন রয়েছে সেই খানে আইনশৃঙখলা বাহিনী টহল চলছে। তিনি আরো জানান, করোনা সচেতনতা জন্য সাধারণ মানুষকে পূনরায় সচেতনা থাকতে বলা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours