
নূরুল আবছার নূরী ::: ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সাবেক এক ইউপি মেম্বারের নেতৃত্বে চলছে অবৈধ বালুর ব্যবসা। অবৈধ এ ব্যবসায় জড়িত রয়েছেন স্থানীয় লিটন, মঞ্জু, চুরুণ সহ আরো বেশ কয়েকজন ব্যক্তি। এ সিন্ডিকেটটি দিনের পর দিন দেদারছে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন হারুয়ালছড়ি খালের প্রায় এক কিলোমিটার অংশে অন্তত চার থেকে পাঁচটি স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। খবর নিয়ে জানা গেছে, সন্ধ্যা নামতেই একেকদিন একেক স্থান থেকে বালু উত্তোলন করা হয়ে থাকে। ফার্নিচার ব্যবসার আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম পরিচালনা করে থাকেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক ইউপি সদস্য মুহাম্মদ জহুর প্রকাশ বাসেক।
জানতে চাইলে অভিযুক্ত মুহাম্মদ জহুর বলেন, আমি মাঝে মধ্যে বালু উত্তোলন করে থাকি। তবে কোন সিন্ডিকেটের সাথে জড়িত নই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours