শহীদ মিনার নির্মাণের জন্য ইউছুপিয়া স্কুলকে জেলা পরিষদের ২ লক্ষ টাকার অনুদান

Estimated read time 1 min read
Ad1

 

এম আতিক উল্লাহ চৌধুরী

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ হতে দুই লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য শওকত আলম।

আজ ০২ জুলাই শুক্রবার ইউছুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ নিজাম মোর্শেদ চৌধুরীর পক্ষে মোঃ আবুল বশর চৌধুরী ২ লক্ষ টাকার অনুদানের চেক গ্রহন করেন, এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শওকত আলম বলেন আমার স্বপ্ন ছিলো যদি কোনো সময় সুযোগ হয় তাহলে এলাকার উন্নয়নে কাজ করবো।তাঁরই ধারাবাহিকতায় আমি এলাকার বিভিন্ন রাস্তাঘাট,কালভার্ট, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ হতে এসব অনুদান দিয়ে আসছি,ইউছুপিয়া স্কুলের রাস্তার জন্যও ৫লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম।  আপনাদের দোয়া থাকলে আমি এলাকার জনসাধারণের জন্য আমরণ কাজ করে যেতে চাই।

এদিকে স্কুলের শহীদ মিনার নির্মাণের অনুদান প্রদান করায় জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও জেলা পরিষদের সদস্য শওকত আলমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ নিজাম মোর্শেদ চৌধুরী সহ পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours