
আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী:::
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের অফিস সহায়কের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ করেছে ঐ ছাত্রী ও তার পরিবার।
এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মে অফিস সহায়ক মোঃ মোরশেদ কলেজের একাদশ শ্রেণীর ঐ ছাত্রীর বাবার মোবাইলে ফোন করে ১৯ তারিখে সকালে উপ-বৃত্তির ফরমে স্বাক্ষর করার জন্য জরুরীভাবে ছাত্রীকে কলেজে পাঠাতে বলে। কলেজ থেকে ফোন পেয়ে লকডাউনের বন্ধের মধ্যে বাবা ঐ ছাত্রীকে সকালে কলেজে পাঠালে মোরশেদ আগে থেকে ওৎ পেতে থাকে। ঐ ছাত্রী কলেজে প্রবেশ করলে তাকে ফরমে স্বাক্ষর করার কথা বলে অফিস রুমে নিয়ে যায়, নানা কথার ছলে এ ছাত্রীকে ঝাপটে ধরে সম্ভ্রমহানির চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ঐ ছাত্রী দৌড়ে পালিয়ে কলেজ থেকে বের হয়ে আসে।
এ বিষয়ে ঐ দিনই কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ করার পরও রহস্যজনক কারণে অধ্যক্ষ এক মাসেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান ভুক্তভোগী ছাত্রীর বাবা।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সারুল হক খবর বাংলা’কে বলেন, আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বরত আছি, ছাত্রীর অভিযোগ পাওয়ার পর আমি বিষয়টি পরিচালনা কমিটির সভাপতিকে জানিয়েছি তিনি সহ সিদ্ধান্ত নিবেন।
অভিযোগ উঠেছে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, আমি অভিযোগটি পেয়েছি, এ ব্যাপারে আমি পরিচালনা কমিটির সভাপতি ও কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলেছি তারা ঘটনার প্রাথমিক সত্যতা স্বীকার করেছেন, লকডাউনের কারনে একটু বিলম্বিত হচ্ছে তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
+ There are no comments
Add yours