আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ
বান্দরবান রুমা উপজেলায় ৪নং গ্যালেংগ্যা ইউনিয়নের মাংলোং ম্রো পাড়া গ্রামে ৫টি পরিবার অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্থরা হলেন, মেনলোং ম্রো (৩৪),.সিংরাও ম্রো (২৬), রেংলুন ম্রো (৪০) ও মেনচা ম্রো (৩০)।
২ জুন শুক্রবার দুপুরে রুমা উজেলায় ৪নং গ্যালেংগ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড মাংলোং ম্রো পাড়ায় এই অগ্নিকান্ডে ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামে বাসিন্দারা নিজ বাগানে জুমে কাজ করতে যায়। পরে তাদের সন্তান বাড়িতে রান্না ঘরে করতে গিয়ে আগুন সুত্রপাত ধরে। আগুনটি সুত্রে পাত হয় সিংরাও ম্রো(২৬) ঘর থেকে। পরে আগুন ছড়িয়ে পড়তে লাগলে পার্শ্ববর্তি জুমে কাজ করা গ্রামে মানুষ দেখতে পেলে তা সেই আগুন পুড়ে যায় ৫টি বসতবাড়ি। তবে একটি বাড়ি তেমন ক্ষতিগ্রস্থ হয়নি। এলাকায় বসবাসকৃত পরিবার ঘর রয়েছে ৩৪ টি। আগুন নিভাতে সক্ষম হওয়ার কারনে পার্শ্ববাড়িতে তা ছড়াতে পারে নাই।
এইদিকে ৪নং গ্যলেগ্যা ইউনিয়নে চেয়ারম্যান শৈউসাই মারম জানান, রুমা হতে সেই গ্রামে দুরত্ব প্রায় ৫ কিলো। যেতে নয় পাহাড় রাস্তা ধরে। নয়তো নৌকা সাপেক্ষে সুত্র ধরে যেতে হয়। তবে গ্রামটি দুরত্ব ও সড়ক না থাকায় বিধায় ফায়ার সার্ভিস পৌছাতে পারে নাই। তবে অগ্নিকান্ডে ঘটনাটি ঘটছে।
তিনি আরো জানান, ৫টি ঘর ক্ষয়ক্ষতি পরিমান হয়েছে প্রায় ১২ লক্ষ মতন। তবে ইউনিয়ন পরিষদ পক্ষ হতে চাউল, ডাল, তেল, পাতিল, ইত্যাদি সহযোগীতা করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ হতে টিন,চাউল, বিভিন্ন যাবতীয় সামগ্রী সহায়তা করা হবে।
+ There are no comments
Add yours