
আজিজুল হক চৌধুরী ::: চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- নগরীর বায়েজিদ থানার মৃত আবদুর রশিদের ছেলে কফিল উদ্দিন (২৫), একই এলাকার মফজল আহম্মদের ছেলে রমজান আলী (২০) এবং ভোলার লালমোহন এলাকার মফিজের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
শনিবার (৩ জুলাই) রাতে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে’র নেতৃত্বে বিশেষ অভিযানে শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল করিম জানান, ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার (৪ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours