
আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে খাদ্য সামগ্রী পেয়েছে উপজেলার ২১ পরিবার।
আজ রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কড়লডেঙ্গা ও আমুচিয়া ইউনিয়নের ২১ পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মাঝে
৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করে। এছাড়াও দরিদ্র আরো ৯ পরিবারকে খাদ্য সহায়তা দেয় উপজেলা প্রশাসন।
কড়লডেঙ্গা ইউনিয়নের ১৭ পরিবার এবং আমুচিয়া ইউনিয়নের ৪ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, করোনা পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা চাওয়া ২১ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। পরবর্তী সময়েও এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours