বান্দরবানে একদিনে করোনা শনাক্ত ২২ জনের

Estimated read time 0 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবান :::

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২ জন । আক্রান্তদের মধ্যে উপজেলা সদরে ১৫ জন, রোয়াংছড়ি উপজেলা ১জন, লামা উপজেলা ৫ জন ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১শত ৪৪ জন।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে এই পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৮শত ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭হাজার ১শত ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ১শত ৪৪জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন ও ১হাজার ৬৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours